খেলাধূলা প্রতিনিধি:
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের নবম ম্যাচে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে গেছে সিটি। হলান্ড তো শুরুতেই গোলও পেয়ে যাচ্ছিলেন। কিন্তু তার শটে বল ক্লিয়ার হওয়ার আগে পোস্টের ভেতরে লাগে। তবে ২০তম মিনিটে সিটিকে এগিয়ে দেন হুয়াও কানসেলো। ফিল ফোডেনের পাস ধরে দৌড়ে সাউদাম্পটনের জাল কাঁপান তিনি।
প্রথম গোলে সহায়তা করার পর নিজেও গোলের দেখা পান ফোডেন। ৩২তম মিনিটে কেভিন ডি ব্রুইনার বক্সের ভেতর বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধে এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধেও চলে সিটির আগ্রাসন। বিরতির পর সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহরেজ। রদ্রির ক্রসে দারুণ ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। তবে স্বাগতিক দর্শকদের অপেক্ষা আর দীর্ঘ করেননি হলান্ড। ঘরের মাঠে টানা তিন হ্যাটট্রিকের পর এবার এক গোলেই খুশি থাকতে হয় তাকে।
৬৫তম মিনিটে কানসেলোর কাটব্যাকে নিচু শট নেন হলান্ড। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। এ নিয়ে সিটির জার্সিতে মাত্র ১৩ ম্যাচেই ২০ গোল হয়ে গেল তার। লিগে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৫টি।
সিটির এমন দুর্দান্ত আক্রমণের বিপরীতে সাউদাম্পটন পুরো ম্যাচে মাত্র ২টি শট নিতে পেরেছে। যার কোনোটিই সিটির জন্য বিপদের কারণ হতে পারেনি। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ হারল সাউদাম্পটন।
রাতের আরেক ম্যাচে উলভসকে ০-৩ গোলে হারিয়েছে চেলসি। প্রথমার্ধের যোগ করা সময়ে কাই হাভের্টজের গোলে এগিয়ে যায় ব্লুজরা। এরপর দ্বিতীয়ার্ধে পুলিসিচ ব্যবধান বাড়ান। এরপর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আরমান্দো ব্রোহার। এটি চেলসির জার্সিতে তার প্রথম গোল।
৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিনে থাকা টটেনহামের সংগ্রহ ৯ মাচে ২০ পয়েন্ট। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। সাউদাম্পটন ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে ষোলোতম স্থানে। আআর উলভস আছে খাদের কিনারে (১৯তম)।
বিএসডি/এফএ