স্টাফ রিপোর্টার
চীনের সিনোফার্মের আরও ৫৪ লাখ ১ হাজার ৩০০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার-৭৮৭ বিমানটি টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এই টিকা গ্রহণ করেন।
মহামারি করোনা প্রতিরোধে চীনের সঙ্গে সাড়ে সাত কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা কেনার চুক্তি করেছিল সরকার। মহামারিকালে দেশে আসা করোনা প্রতিরোধী টিকার এটাই সবচেয়ে বড় চালান।
এখন পর্যন্ত চীনের কাছ থেকে কেনা, উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে ২ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৭৫০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে উপহারের ২১ লাখ ও কোভ্যাক্সের মাধ্যমে এসেছে ৩৪ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ। আর বাকিটা কেনা।
বিএসডি/এমএম