নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জ সদর উপজেলায় এক কিশোরীকে অপহরণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল তালুকদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপহৃতর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (৩০ জুলাই) এই মামলাটি দায়েরের সময় আসামী করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের আজিত তালুকদারের ছেলে সাগর তালুকদার ও পারভেজ তালুকদার, একই গ্রামের বাবর আলী তালুকদারের ছেলে আজিত তালুকদার ও তার স্ত্রী পারুল বেগম ও জামাল তালুকদারের ছেলে মো. আকাশ।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, অপহৃত চলতি বছর এসএসসি পাশ করেছে। তার স্কুলে ও প্রাইভেটে যাতায়াতের পথে বড়হামকুড়িয়া গ্রামের আজিত তালুকদারের ছেলে সাগর তালুকদারের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে কু প্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনাটি তার পরিবারকে জানিয়েও কোন কাজ হয়নি। গত ২৯ জুলাই বেলা ১১টার দিকে সেই কিশোরী স্কুলে কাগজ পত্র জমা দিয়ে বাড়ি ফিরছিলো। সে বিলধলি কামারপাড়া মোড়ে পৌঁছালে সাগর তালুকদার ও তার সহযোগীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
৩০ জুলাই পুলিশ সাগর তালুকদারের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করলেও মামলার আসামিদের এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
মামলার বাদী বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামিরা মামলা তুলে নিতে ও আপোষ মীমাংসা করতে হুমকি দিচ্ছে। এজন্য আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে।
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল তালুকদার বলেন, বাদী যে অভিযোগ করেছেন তা সত্য নয়। আমরা বাড়ি থেকে বের হই না হুমকি দেবো কখন। হুমকি দেয়ার অভিযোগ সত্য নয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর অপু কুমার বলেন, অপহৃতকে সাগর তালুকদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।
বিএসডি/এমএম