নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জে রিফাত হোসেন নামের সাত বছর বয়সী নাতিকে হত্যার দায়ে সৎদাদি কুলসুম খাতুন ওরফে রত্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত আসামিকে ২০ হাজার টাকার অর্থদণ্ডও দেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান।
দণ্ডপ্রাপ্ত কুলসুম সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের মজিবুর রহমান শেখের স্ত্রী এবং মামলার বাদী ও নিহত শিশুর বাবা চান মিয়ার সৎমা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, খুবই দুঃখ ও কষ্টদায়ক হত্যা এটা। রিফাতের মা কুলসুম খাতুন রত্নার পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার কারণে সেই ঘটনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটান।
মামলার বিবরণে তিনি বলেন, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে রিফাত তার বাবা ও মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। একটু পর রিফাত ঘুম থেকে উঠে বাইরে খেলতে গেলে তার সৎদাদি কুলসুম খাতুন রিফাতকে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রিফাতের বাবা চান মিয়া হত্যা মামলা করেন।
গ্রেফতারের পর কুলসুম খাতুন রত্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় সাক্ষী-প্রমাণ শেষে আদালত আজ রত্নাকে মৃত্যুদণ্ডের এই রায় প্রদান করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন তোফিকুর রহমান জয়।
বিএসডি/আইপি