খেলাধূলা প্রতিনিধি:
ড্র হলেও চলত। কিন্তু সাম্পদোরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় নিয়ে শিরোপার মুকুট মাথায় উঠালো এসি মিলান। সেই সঙ্গে ১১ বছর পর ইতালিয়ান প্রিমেরা ডিভিশন সিরিআর শিরোপা জিতল ইতালির দলটি।
শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করেন ফ্রান্স স্ট্রাইকার অলিভার জিরু। বাকি গোলটি করেন ফ্রাঙ্ক কেসিয়ে।
১৭ মিনিটে অলিভিয়ের জিরু গোল করে বুঝিয়ে দেন ড্র নয়; জয় দিয়েই শিরোপা উৎসব করতে চায় মিলানের দলটি।
৩২ মিনিটে জিরু তার জোড়া গোল পূরণ করলে সমর্থকরা বুঝে নেন এসি মিলানের ১৯তম শিরোপার পথে সম্ভবত আর বাধা নেই।
এর চার মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান।
দ্বিতীয়ার্ধেও একটি গোলও শোধ করতে পারেনি সাম্পদোরিয়া।
১১ বছর পর সিরিআ চ্যাম্পিয়ন হয় এসি মিলান।
বিএসডি/ এমআর