নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু উদ্যানের সামনে এ সংঘর্ষ হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে লেগুনাচালক ও শ্রমিকদের সঙ্গে মালিকদের একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষের বিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। এ ছাড়া রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে দুপক্ষের লোকজন পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে ১০ জন আহত হয়। এ সময় দুটি লেগুনার গ্লাস ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পার্শ্ববর্তী সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়।
আজবাহার আলী শেখ বলেন, সংঘর্ষের কারণ আপাতত স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে ও দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনাস্ট্যান্ডটি উচ্ছেদ করেছে পুলিশ। দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। যদি কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বিএসডি/ এলএল