মুহা. জহিরুল ইসলাম অসীম:
নেত্রকোণা জেলার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অভিযানে সাড়ে চুয়ান্ন লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও লেহেঙ্গা আটক করা হয়েছে।
শুক্রবার (০৩ ডিসেম্বর, ২০২১) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’ অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপির নায়েব সুবেদার মোঃ সেলিম ভূইয়া এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল বারমারী নামক স্থান থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল হতে ভারতীয় স্পেইন বুটা শাড়ী-৫৮৫ পিস, অপসারা (Vaidaehi) শাড়ী-৯৫ পিস, কাতান শাড়ী-৩০ পিস, সিল্ক কাতান শাড়ী-১৪৯ পিস এবং লেহেঙ্গা-১০ পিস জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-২৭,৫৪,৫০০/- (সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা।
জব্দকৃত শাড়ী ও লেহেঙ্গাগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
বিএসডি/এসএ