নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সুন্দরবনে চারটি রেঞ্জে ১০০টি লবণ পানির প্রজাতির কুমির অবমুক্ত করেছে বনবিভাগ। এর মধ্যে শরণখোলা রেঞ্জের আলিবান্দা, শাপলা ও মরাভোলা খালে অবমুক্ত করা হয়েছে ২০টি কুমির।
আজ বুধবার বেলা ১১টায় চাঁদপাই রেঞ্জের করমজল কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন করমজল খালে ৮টি কুমির অবমুক্তির মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমির হোসাইন চৌধুরী ও বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দোসহ স্থানীয় প্রশাসন ও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের চারটি রেঞ্জের বিভিন্ন নদী ও খালে লবণ পানির প্রজাতির এই কুমির ছাড়া করা হয়। এই কুমিরের মধ্যে ৭ থেকে ৯ বছর বয়সের ৯৮টি এবং ১৫ বছর বয়সের দুটি।
সিএফ মিহির কুমার দোর আরো বলেন, সুন্দরবনের ভেতরের নদী-খালের ভারসাম্য রক্ষায় কুমির ছাড়ার উদ্যোগ নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়। করমজল কুমির প্রজনন কেন্দ্রের পুকুরে থাকা কুমিরের ডিম থেকে ফোটানো বাচ্চা লালন পালন করে বড় করা হয়। সেই কুমির আজ বনে অবমুক্ত করা হলো।
বিএসডি/ এলএল