জেলা প্রতিনিধি, বাগেরহাট:
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে দুইজনকে আটক করেছে বন বিভাগ। রোববার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের নন্দবালা খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল কীটনাশক, নৌকা, জাল ও ককসেট জব্দ করে বন বিভাগ।
আটকরা হলেন মোংলার জয়মনি এলাকার সাদ্দাম হোসেন (২৬) ও ইয়াসিন শেখ (৩২)। বন আইনে মামলা পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশনের ওসি ওবায়দুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট পেট্রলিং টিম নন্দবালা খালে অভিযান চালায়। এ সময় বিষ দিয়ে মাছ আহরণকারী দুইজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ব্যবহৃত কীটনাশক, নৌকা, জাল ও ককসেট জব্দ করা হয়েছে।