নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৬৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৯২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৭০ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে।
বিএসডি/ এলএল