জেলা প্রতিনিধি:
সেন্টমার্টিন উপকূলে জালে ধরাপড়া ২০৪ লাল বা রাঙা কোরাল বিক্রি হয়েছে ছয় লাখ টাকায়৷
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রশিদ আহমেদ নামের এক জেলে মাছগুলো নিয়ে পূর্ব উত্তর সি-বিচে নিয়ে আসেন।
তিনি জানান, দুপুরে সাগরে জাল ফেলে বিকেল ৩টার দিকে সেটি ওঠাতে গেলে একে একে ২০৪ রাঙা কোরাল ধরা পড়ে। প্রতিটি কোরালের ওজন গড়ে ৫ কেজি। পরে মাছগুলো টেকনাফ শহরে নিয়ে এলে মফিজ নামের এক ব্যবসায়ী ছয় লাখ টাকায় কিনে নেন।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, রাঙা কোরাল সামুদ্রিক মাছ। এসব মাছ সাগরে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে।
বিএসডি / আইকে