জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রংপুর থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন।
রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি।
তিনি আরও জানান, রংপুর থেকে ঠাকুরগাঁওগামী বাসটি খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসাপতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
বিএসডি / আইকে