স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল খালি হাতে ফেরার পর এবার ঘরের মাঠে পাকিস্তান সিরিজ। এই সিরিজের প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি জাতীয় ক্রিকেট দল। ১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ১৬ নভেম্বর হোটেলে উঠবে দল। তার আগে ২০ জনের অধিক ক্রিকেটার নিয়ে চলছে অনুশীলন পর্ব।
সিরিজ শুরুর আগে কোন প্রস্তুতি ম্যাচের সূচি নেই স্বাগতিকদের। এজন্য অনুশীলনের মাঝে আগামীকাল (সোমবার) নিজেদের নিজদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহরা রিয়াদ, নুরুল হাসান সোহানরা। সূচিতে না থাকলেও জানা গেছে, দুপুর ২টায় শুরু হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা এই ম্যাচ।
এদিকে আগামী ১৬ নভেম্বর দল ঘোষণা করার কথা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এ জন্য দফায় দফায় বৈঠকে বসছেন নির্বাচকরা। ইতোমধ্যে স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তারা। তবে শেষ মুহূর্তে এই প্রস্তুতি ম্যাচটিতে একবার চোখ রাখতে চায় মিনহাজুল আবেদীন নান্নুর প্রতিনিধিত্বে ৩ সদস্যের নির্বাচক দল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ১৬ নভেম্বর দল ঘোষণার কথা থাকলেও এই প্রস্তুতি ম্যাচ চলাকালীন বা প্রস্তুতি ম্যাচের শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।
দুই দলের ৩ টি-টোয়েন্টির সবক’টি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।
বিএসডি/এসএসএ