জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নিহত রেশমির বারা পারভেজ মিয়া বাদী হয়ে স্বামী ফখরুল ইসলামের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় এই মামলা করেন।
এর আগে, রোববার রাত আড়াইটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় স্ত্রী রেশমি আক্তার (২৬) ও ১৩ মাস বয়সী শিশুপুত্র সালমান সাফায়ারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে স্বামী ফখরুল ইসলামের (৩০) বিরুদ্ধে। পরে সোমবার সকালে ফখরুল ইসলামের বাড়ি থেকেই স্ত্রী ও শিশুপুত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, ২ বছর আগে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের বিয়ে হয়। ফখরুল মাদকাসক্ত ছিলেন। ফখরুলের মাদকে আসক্ত নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে রেশমি আক্তারের কয়েকবার বাগবিতণ্ডা হয়।
এরপর তাকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে পারিবারিকভাবেই তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। পরে রোববার রাতে ঘোড়াদিয়া এলাকায় গলা কেটে স্ত্রী ও সন্তানকে নির্মম হত্যা করে ফখরুল।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, নিহত রেশমির পিতা পারভেজ মিয়া বাদী হয়ে জামাতা ফখরুল ইসলামকে আসামি করে মামলা করেছেন। মামলার আগে ফখরুল ইসলামকে আটক করা হয়।
বিএসডি/এসএফ