নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা মা ও শিশুকল্যাণ কেন্দ্রে জোর করে গর্ভপাত করানোর ঘটানোয় দুই নার্সসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শহরের পলাশপোল এলাকার বাবর আলীর ছেলে গৃহবধূর স্বামী নাজমুল ইসলাম সজল (২৮), শ্বশুর বাবর আলী (৪৮), শাশুড়ি পারভীন সুলতানা (৩৯)।
নাজমুল ইসলাম সজলের স্ত্রী জানান, যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা আমার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছিল। ১৪ আগস্ট সকালে আমাকে মারপিট করে।
ওই দিন বিকেল ৩টার দিকে সদর থানার সামনে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরবর্তীতে সুস্থ হয়ে ১ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেছি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, যৌতুকের দাবিতে নির্যাতন ও অবৈধ গর্ভপাতের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।