স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক সময়ে যে কয়েকবার আলোচনায় এসেছেন ক্রিকেটার নাসির হোসেন, বেশির ভাগই মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য। কয়েক মাস আগে বিয়ে করে ফের আলোচনায় আসেন তিনি। নানা বিতর্ক পেরিয়ে স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে ঘর বেঁধেছেন এক সময়ের তারকা এই অলরাউন্ডার।
বিয়ের পর তার স্ত্রী তামিমা বলেছিলেন জাতীয় দলে নাসিরকে দেখতে চান তিনি। এই ইচ্ছেপূরণে কী ভাবছেন নাসির? বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে এসেছিলেন তিনি। এরপরই জাতীয় দলে ফেরার ব্যাপারে সাংবাদিকদের নিজের ভাবনা জানিয়েছেন নাসির।
তিনি বলেছেন, ‘অবশ্যই আমি চেষ্টা করব স্ত্রীর ইচ্ছা পূরণ করার। যতদিন ক্রিকেট খেলব আমি চেষ্টা করব জাতীয় দলে যেন ফিরতে পারি। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে কামব্যাক করতে পারি।’
ফেরার জন্য কী করছেন জানতে চাইলে নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’
ঘরোয়া লিগে নিজের লক্ষ্যের ব্যাপারে এই অলরাউন্ডার বলেছেন, ‘ঘরোয়া লিগে আমি সবসময়ই চেষ্টা করি টপ রান গেটার হব। এটাই সবসময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি টপ রান গেটার হতে পারি।’
চলতি বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে তিনটি ছবি আপলোড করেন রংপুরের এ তারকা ক্রিকেটার। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর।
তবে বিয়ের সপ্তাহ না পেরোতেই খবর আসে অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির। এ জন্য থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তার বর্তমান স্ত্রীর স্বামী দাবি করা এক ব্যক্তি।
নাসির বাংলাদেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন ২০১৮ সালের শুরুর দিকে। এরপর তিন বছর কেটে গেলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। চলতি বছরের শুরুর দিকের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট দিয়ে পাশ করতে পারেননি, ছিলেন না তার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও। দুবাইয়ে টি-টেন লিগ খেলে এসে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।