স্টাফ রিপোর্টার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের সাময়িক বরখাস্ত হওয়া রাজস্ব কর্মকর্তা শহীদ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে সংস্থাটির জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে।
তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ৩ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনিই তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের সাময়িক বরখাস্ত হওয়া রাজস্ব কর্মকর্তা মো. শহীদ খান কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগে ২০১৭ সালে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে শহীদ খান ও তার স্ত্রী মিসেস মমতাজ বেগমের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। পরে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি দুদক সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন শহীন দম্পতি। সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে তদন্ত কর্মকর্তা ১৬ লাখ ৮২ হাজার ২০০ টাকার সম্পদের তথ্য গোপন ও বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ২৩ লাখ ৩৯ হাজার ৯৮ টাকার সম্পদের তথ্য-প্রমাণ পায় তদন্ত কর্মকর্তা। যে কারণে তদন্ত প্রতিবেদনে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিএসডি/এমএম