নিজস্ব প্রতিবেদক,
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। সরকার আরোপিত বিধি-নিষেধ পরিপালন নিশ্চিত করতে রাজধানীতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে কঠোর লকডাউন কার্যকর করা হয়েছে।
আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকবে। রাজধানীসহ দেশের সব এলাকায় শপিংমল, মার্কেট, গণপরিবহন বন্ধ আছে।
আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত গুলিস্থানের বিভিন্ন অলি-গলি ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানপাট খোলেনি। কিছু কিছু মুদি দোকান ও রেস্তোরাঁ খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি খুব কম।
সকাল থেকে পাল্টে গেছে রাজধানীর চিত্র। সড়কে অন্যান্য দিনের মতো অফিসমুখী মানুষের চাপ নেই। যানবাহন কম থাকায় কোথাও যানজট দেখা যায়নি। রিকশা চলাচল করলেও আগের মতো যাত্রীর চাপ নেই।
বিএসডি/এমএম