আন্তর্জাতিক ডেস্ক:
আদালতে কৌঁসুলিরা বলেন, যে সময় হত্যাকাণ্ডটি ঘটেছে, তখন আর্থিকভাবে জটিলতার মধ্যে ছিলেন এ দম্পতি। অনলাইনে অস্ত্রসংক্রান্ত বিষয়গুলো নিয়ে গবেষণার পর একটি ঘোস্ট গান কিট (অনিবন্ধিত অস্ত্রের যন্ত্রাংশ, যা আলাদা করে জড়ো করে নিতে হয়) কিনে নেন ন্যান্সি।
পরে তিনি একটি গ্লক ১৭ বন্দুক কিনে নেন। ব্রফি দম্পতির আর্থিক সমস্যার কথা নাকচ করে দিয়েছেন ন্যান্সির আইনজীবী। আদালতে কয়েকজন সাক্ষীও বলেন, এ দম্পতির মধ্যে দৃঢ় প্রেমের সম্পর্ক ছিল। ন্যান্সিও আত্মপক্ষ সমর্থন করে বলেন, অবসরের পরের কথা ভেবে তিনি ও তাঁর স্বামী দুজনেরই জীবনবিমা করা ছিল। দেনার পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা ছিল তাঁদের।
আদালতে ন্যান্সি আরও বলেন, পরবর্তী একটি উপন্যাসের প্রস্তুতি হিসেবে ঘোস্ট গান নিয়ে গবেষণা করেছিলেন। সাত সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে গত ২৫ মে ন্যান্সি ব্রফি নামের ৭১ বছর বয়সী ওই লেখিকাকে সেকেন্ড ডিগ্রির খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
আর গতকাল সাজা ঘোষণা করা হয় তাঁর বিরুদ্ধে। পোর্টল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম কেজিডব্লিউ-টিভির খবরে বলা হয়, ২৫ বছর কারাভোগের পর ন্যান্সির প্যারোলে মুক্তির সুযোগ রাখা হয়েছে রায়ে।
বিএসডি/ এমআর