মাগুরা মহম্মদপুরে রিয়াজুল ইসলাম (৩৬) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে মাছ চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) উপজেলার নহাটা ইউনিয়নে ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের নিজাম উদ্দিন মোল্লার ছেলে ও নহাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চাকুলিয়া-ফুলবাড়িয়ার স্বেচ্ছাসেবক দলের সদস্য। এ হত্যার ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শাহানাজ পারভীন জানান, তার স্বামী মঙ্গলবার সন্ধ্যার আগে নহাটা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বুধবার (৮ নভেম্বর) সকালে সে তার স্বামীর মৃত্যুর খবর পায়। তার স্বামীকে পরিকল্পিতভাবে গ্রামের প্রতিপক্ষের লোকেরা হত্যা করেছে বলে তিনি জানান। তিনি কান্নাজড়িত অবস্থায় তার স্বামী হত্যার বিচার দাবি করেন।
নিহতের মা রেহেনা বেগম বলেন, তার বুক থেকে সন্তানকে খালি করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অপর একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে ফুলবাড়ী খাল থেকে মাছ চুরির অভিযোগে মারধর করা হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকছেদুল মোমিন জানান, নিহত রিয়াজুল ইসলামের হাতে ও পায়ে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞান অবস্থায় ওই রোগীকে মঙ্গলবার দিন গত গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করা হয়। বুধবার সকালে ৬টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
হত্যার বিষয়ে মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ফুলবাড়ী বাওড়ে মাছ চোর সন্দেহে রিয়াজুল নামের এক যুবককে পেটানো হয়। রাতে খবর আসলে তাকে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলা হয়। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ফোন করে জানায়, ওই রোগীর মৃত্যু হয়েছে।
মৃত লাশ উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. তোফাজ্জেল হোসেন, শালিখা সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, থানার ওসি মো. বোরহান উল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিএসডি/ এফ এ