নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি এতদিন ভারপ্রাপ্ত সভাপতি পদে ছিলেন। সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে গোলাম সরোয়ারকে। আর সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াসিন আলী।
অনুমোদিত কমিটিতে ২৯ জন সহসভাপতি এবং ২০ জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১৬ সালের ২৭ অক্টোবর প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
কমিটির সভাপতি শফিউল বারী বাবু সম্প্রতি মৃত্যুবরণ করায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। আজ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিল বিএনপি।
বিএসডি/ এমআর