জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা।
রোববার (১৯ ডিসেম্বর) মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার পক্ষে অ্যাডভোকেট পূর্নিমা জাহান এ আবেদন করেছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামীকাল এই জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
গুলশান দুই নম্বর অ্যাভিনিউয়ের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে একাই থাকতেন মুনিয়া। চলতি বছরের মার্চ মাসে এক লাখ টাকা মাসিক ভাড়ায় তিনি ওই ফ্ল্যাটে ওঠেন। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে এই মামলা করেন।
মুনিয়া মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মৃত শফিকুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লা সদরের উজির দিঘির দক্ষিণপাড় এলাকায়।
বিএসডি/জেজে