নিজস্ব প্রতিবেদক,
হাটহাজারিতে গৃহহীনদের জন্য নির্মিত গুমান মর্দ্দন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
রোববার (১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে পরিদর্শন করেন তিনি।
পরে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে পুরো প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। জেলাকে কয়েকটি ক্লাস্টারে ভাগ করে অতিরিক্ত জেলা প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়। নানাবিধ চ্যালঞ্জ
মোকাবেলা করে দুই পর্যায়ে চট্টগ্রাম জেলা প্রশাসন মোট ২ হাজার ২১৬ টি গৃহ নির্মাণ ও হস্তান্তর করে।
উপজেলা পর্যায়ে হাটহাজারীতে প্রথম পর্যায়ের ১৫ টি, দ্বিতীয় পর্যায়ের ১০ টি ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কর্তৃক ১ টি সহ মোট ২৬ টি গৃহ নির্মাণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় যথাসময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ আশ্রয়ণের নানা সুযোগ সুবিধার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, আমরা তা বাস্তবায়ন করেছি ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বিশেষ করে নিকটস্থ গ্রোথ সেন্টারসমূহের সঙ্গে এই ২৬টি পরিবারের জীবিকার সংযোজন করতে সামনের সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিএসডি/আইপি