নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবিতে প্রতিবাদী নাগরিক সমাবেশ করবে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এবং পান্থকুঞ্জ প্রভাতী সংঘ নামের পরিবেশবাদী সংগঠন।
শনিবার (১১ জানুয়ারি) পান্থকুঞ্জ পার্কে বেলা ৩টায় এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি জানিয়েছেন সমন্বয় কেফায়েত শাকিল।
তিনি জানান, নাগরিক সমাবেশে সভাপতিত্ব করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়াও সংহতি জানাতে নারী অধিকারকর্মী শিরিন পি হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত থাকবেন।
আয়োজকরা বলেন, উন্নয়ন প্রকল্পের নামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের জন্যে পান্থকুঞ্জ পার্কের প্রায় ৪০ প্রজাতির ২০০০ উদ্ভিদ ধ্বংস করা হয়েছে। এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প পান্থকুঞ্জ পার্কের বুক চিরে কারওয়ানবাজার গোল চত্বরের দিকে নামানো হবে এবং আরেকটি সংযোগ সড়ক পান্থকুঞ্জ পার্ক হয়ে পলাশী পর্যন্ত যাবে, যেখানে কারওয়ান বাজার মোড়ে বর্তমান পরিস্থিতিতেই অসহনীয় যানজটের মুখোমুখি হতে হয়। একইসঙ্গে এই সড়ক কারওয়ানবাজার থেকে পলাশী পর্যন্ত বিদ্যমান রাস্তার উপযোগিতাও নষ্ট করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি এই প্রকল্প তার আশেপাশের এলাকায় যানজট বাড়াবে।
তারা বলেন, হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল ও পার্কে অবস্থানরত আন্দোলনকারীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির ৩০তম দিনে আগামী শনিবার বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের উদ্যোগে এই প্রতিবাদী নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।