হাবিপ্রবি প্রতিনিধি,
করোনা পরিস্থিতি বিবেচনা করে ঈদুল আজহার ছুটি শেষে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিল হবে বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
এদিকে সশরীরে পরীক্ষার ঘোষণা দিলেও করোনা পরিস্থিতি অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পরীক্ষা গ্রহণের আশ্বাসও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে উপাচার্য জানান, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লেখাপড়ার বাহিরে থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। আমি বিশ্ববিদ্যালয়ে এসে সর্বপ্রথম পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি। অনলাইনে পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে ব্যাপারে গত বুধবার (৭ জুলাই) উপকমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। আর গত বৃহঃপতিবার (৮ জুলাই) ডিনদের নিয়ে পুনরায় একটি সভা করি। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলে অনলাইন পরীক্ষার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যাশা করছি ঈদের পর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে’।
উপাচার্য সরাসরি কিছু না জানালেও একাধিক সূত্রে জানা যায়, একাডেমিক কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।
হাবিপ্রবি/রাকিব/সাজ্জাদ