যুক্তরাষ্ট্র বলছে, হামাস-ইসরায়েল যুদ্ধে ইরানের যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।আল আরাবিয়ার খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, ইসরায়েল-লেবানন সীমান্তে যুদ্ধের নতুন ফ্রন্ট (যুদ্ধের প্রান্তর বা সম্মুখভাগ) হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোনো না কোনো ভাবে ইরান যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হবে আমরা এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না। যেকোনো সম্ভাব্য অনিশ্চয়তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।’
ইরান দীর্ঘদিন যাবত হামাস এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার সমর্থনদাতা হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, তেহরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের সংগঠনকে অস্ত্রসহ অন্যান্য রসদ প্রদান করে।
বিএসডি/এসএস