ক্রীড়া ডেস্ক,
ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৮তম স্থানে বাংলাদেশ। ৮৬ ধাপ এগিয়ে ফিলিস্তিন রয়েছে ১০২ নম্বরে। সাম্প্রতিক পারফরম্যান্সেও জামাল ভূঁইয়াদের চেয়ে বেশ এগিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি। মাঠেও দেখা গেলো তাদেরই আধিপত্য। রোববার ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের মিশন শুরু করেছে বাংলাদেশ।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্টাক স্টেডিয়ামে দুই অর্ধে দুটি গোল করে ফিলিস্তিন। টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
এই ম্যাচে ৩-৪-৩ ফরমেশন সাজান কোচ জেমি ডে। ৩ সেন্টারব্যাকে তুপ বর্মণ ও তারিক কাজীর সঙ্গ দিয়েছেন রেজাউল করিম। দুই উইং ব্যাকে ছিলেন বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন আরাফাত।
নতুন কৌশল আঁটলেও গোটা ম্যাচে একবারও গোলবারের উদ্দেশ্যে বল পাঠাতে পারেনি জেমি ডে’র দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় ফিলিস্তিনকে। পঞ্চদশ মিনিটে ২৫ গজ দূর শট নিয়ে অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি মাহমুদ ইদ। পাঁচ মিনিটের ব্যবধানে আরও একটি শট নেন এই ফিলিস্তিনি ফুটবলার। এবারও লক্ষ্যে থাকেনি তার চেষ্টা।
আক্রমণে ধার বাড়িয়ে ৩৩ মিনিটে এগিয়ে যায় ফিলিস্তিন। এসময় গোলটি করেন লায়েথ খারৌব।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ফিলিস্তিন। ৩৮তম মিনিটে ফিলিস্তিনের একটি আক্রমণ কর্নারের বিনিময়ে ফেরান বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলম সোহেল। এরপর মাহমুদেও বাঁকানো শট লাফিয়ে বিপদমুক্ত করেন আবাহনীর এই গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসির হামদ। ৪৬তম মিনিটে বাম প্রান্ত থেকে মাহমুদের ক্রসে বক্সের মধ্যে থেকে লাফিয়ে হেডে বল জালে জড়ান তিনি।
৭০তম মিনিটে ফাদি জেইদানের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তপু বর্মণকে বোকা বানিয়ে শট নেন তামের সায়েম। তবে ফিলিস্তিনি খেলোয়াড়ের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন সোহেল।
তিন জাতির ফুটবল টুর্নামেন্টটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিএসডি/এএ