খেলাধূলা প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে নিশ্চিত হারের মুখে আছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। জিততে হলে আরও ৩৮৬ রান করতে হবে। আর ড্র করতে হলে বাকি ৭ উইকেট নিয়ে খেলতে হবে পুরো দুই দিন ১৮০ ওভার।
দিনশেষে অধিনঅয়ক মুমিনুল হকক ৫* রানে অপরাজিত আছেন।
শেষ বেলায় ৪১৩ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। কেশব মহারাজের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে দলীয় ১ রানেই ‘গোল্ডেন ডাক’ মারেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসেও তিনি ‘ডাক’ মেরেছিলেন। তিনে নামা নাজমুল হোসেন শান্ত মাত্র ৭ রান করে মহারাজের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর মঞ্চে আসেন সিমন হার্মার। তার বলে তামিম ইকবাল ১৩ রানে মুল্ডারের শিকার হলে ২৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপরই দিনের খেলার ইতি টানা হয়।
এর আগে রবিবার ম্যাচের তৃতীয় দিনে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। তাদের প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে ২১৭ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও তারা দ্বিতীয় ইনিংস খেলতে নামে। ৬০ রানের ওপেনিং জুটি দিয়ে শুরু। তাইজুল ইসলামের বলে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার (২৬) বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটেরও পতন হয়েছে তাইজুলের সৌজন্যে। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন কিগ্যান পিটারসেন (১৪)।
উইকেট পতনে অবশ্য খুব একটা ক্ষতিও হচ্ছিল না প্রোটিয়াদের। বাংলাদেশের ওপর রানের বোঝা বেড়েই যাচ্ছিল। ওপেনার সারেল এরউইয়াকে (৪১) মুমিনুল হকের তালুবন্দি করে ফেরান খালেদ আহমেদ। এরপর তাইজুল আর মিরাজের সৌজন্যে ১৫৪ রানে পাঁচ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকলটনকে (১২) ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন তাইজুল। এরপর টেম্বা বাভুমাকে (৩০) লেগবিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এই স্পিন অল-রাউন্ডারের দ্বিতীয় শিকার উইয়ান মুল্ডার (৫)। তিনি আউট হতেই ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। টাইগারদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪১৩ রানের। তাইজুল ৩টি, মিরাজ ২টি আর খালেদ নিয়েছেন ১ উইকেট।
বিএসডি/ এমআর