জেলা প্রতিনিধি, চাঁদপুর:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে অনেক রকমের অভিযোগ ছিল। কে কত শক্তিশালী, দেখার প্রয়োজন নেই। মানুষের সেবা করতে হবে। কোথাও কোনো অব্যবস্থাপনা হলে আমরা কঠোর হতে বাধ্য হব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, সবাই একটু মনোযোগ দিলে সেবার মান অনেক উঁচুতে নিয়ে যাওয়া সম্ভব। হাসপাতালে একসময় জনবল একেবারেই ছিল না, এখন জনবল আছে। আমাদের আরও লাগবে। সরকারি হাসপাতালের ডাক্তার বেসরকারি হাসপাতালে কাজ করতে পারে কিন্তু মূল দায়িত্বের জায়গাটায় যেন অবহেলা না হয়।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জামাল সালেহ উদ্দিন, বিএমএর সভাপতি ডা. নূরুল হুদা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল।