স্পোর্টস ডেস্ক:
লা লিগার ম্যাচ চলাকালীন হঠাৎ শ্বাস নিতে পারছিলেন না সার্জিও আগুয়েরো। শুয়ে পড়েন মাটিতে। কয়েক মিনিট প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও মাঠে থাকা সম্ভব হয়নি এ আর্জেন্টাইন তারকার। নেয়া হয়েছে হাসপাতালে।
শনিবার রাতের আগুয়েরোর অসুস্থতা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে বার্সেলোনার জন্য। এদিন ন্যু ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসের কাছে হোঁচট খেয়েছে কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে দলটি। রোনাল্ড কুমানের বিদায়ের পর প্রথম ম্যাচ খেলল স্প্যানিশ জায়ান্টরা।
প্রথমার্ধে ম্যাচের ৪১তম মিনিটে শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। পরে হাসপাতালে নেয়া হলে তার কার্ডিয়াক পরীক্ষা করা হয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মেম্ফিস ডিপাইয়ের গোলে লিড নেয় বার্সা। জর্ডি আলবার ক্রস থেকে এ ডাচ ফুটবলারের গোলে স্বস্তি ফেরে কাতালান শিবিরে।
উল্লাশের রেশ না কাটতেই বার্সাকে চমকে দেয় আলাভেস। ম্যাচের ৫১ মিনিটে লুইস রিওজার গোলে সমতায় ফেরে দলটি।
পরে আর গোল করা সম্ভব হয়নি কোনো দলের। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয়ে নেমে গেছে বার্সেলোনা।
আর একই দিনে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল লস ব্লাঙ্কোরা।
বিএসডি / আইকে