নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের (২০২১-২২) গেল আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ সময় লক্ষ্যমাত্রা ২৯৬ কোটি ৪১ লাখ টাকা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে ২৭৭ কোটি ৪৮ লাখ টাকা। ফলে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৯৩ লাখ টাকা।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দরে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাড়তি ৮৭ কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল। চলতি ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এদিকে হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম জানান, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড অনেক বেশি রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। এ কারণে গত আট মাসে হিলি স্থলবন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ কোটি ৯৩ লাখ টাকার কম রাজস্ব আদায় হয়েছে। এ সময় বন্দর থেকে ২৭৭ কোটি ৪৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। শুধুমাত্র ফেব্রুয়ারিতে ৩৪ কোটি ৪৭ লাখ টাকার বিপরীতে ৩৯ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪ কোটি ৯০ টাকা বেশি।
বিএসডি/ এফএস