উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১ দিনের ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ১টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির কারণে গতকাল আমদানি-রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি বন্দর অভ্যন্তরের সকল কার্যক্রমও চালু হয়েছে ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী ফেরত আসা অব্যহত আছে। ভারতে আটকে পড়া যাত্রীরা দেশে আসতে পারবেন।
বিএসডি/এসএসএ