আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপের ২৭ টি দেশের আঞ্চলিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২০ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৫০টি দেশে ১০০ কোটি ডোজ করোনা টিকা রফতানি করেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইইউয়ের প্রধান নির্বাহী উরসুলা ভন ডার লেন।
সোমবার ইইউয়ের প্রধান নির্বাহীর উদ্ধৃতি দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিবৃতিতে ইইউকে বিশ্বের বৃহত্তম টিকা রফতানিকারক বলেও দাবি করেছেন উরসুলা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন করোনা টিকাদান কর্মসূচি শুরু হলো- তখন থেকেই টিকা্ রফতানি শুরু করেছে ইইউ। তবে বেশিরভাগ টিকা রফতানি করা হয়েছে জাপান, তুরস্ক ও ব্রিটেনে।
এখন পর্যন্ত ইইউয়ের মোট রফতানিকৃত টিকার একটি ক্ষুদ্র অংশ পেয়েছে উন্নয়নশীল ও আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলো।
তবে সোমবারের বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী জানান, উন্নয়নশীল দেশগুলোকে অন্তত ৫০ কোটি ডোজ টিকা দান করার লক্ষ্য নিয়েছে ইইউ এবং খুব দ্রুত তার কাজ শুরু হবে।