ক্যাম্পাস প্রতিনিধি
গত ১১ই জানুয়ারি (মঙ্গলবার) আইআইইউসি এর ইবি ডিপার্টমেন্টের ১১ ব্যাচ এর গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডিপার্টমেন্টের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মনির আহমেদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মূসা খান, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রভাষক শাহ আসাদুল্লাহ মোহাম্মদ জুবায়ের , প্রভাষক মারুফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১’ ব্যাচ এর ছাত্র নায়ান দাস। শিক্ষকদের মধ্যে মধ্যে চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মনির আহমেদ উনার বক্তব্যে ছাত্রদের ভালো ক্যারিয়ার তৈরি করা, জব মার্কেটে কম্পিটিভ মার্কেট গুলোতে পড়াশোনা করে ভালো জায়গায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
ইবি ক্লাব এর প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “জিপিএ খারাপ হলেই যে খারাপ স্টুডেন্ট, চাকরি পেতে অসুবিধা হবে তা নয়,তবে শুধুমাত্র জিপিএ ছাড়াও অন্যান্য যে বিষয়গুলো চাকরির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সেগুলোর দিকে নজর দিতে হবে। শুধুমাত্র জিপিএ’র দিকে নজর না দিয়ে অন্যান্য বিষয়গুলো যেগুলো একজন ছাত্রকে চাকরির বাজারে দ্রুত চাকরি পেতে সহায়তা করে সেসকল বিষয়ের দিকে নজর দিতে হবে।” অন্যান্য শিক্ষকরাও তাঁদের বক্তব্যে ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য কামনা এবং ভালো ক্যারিয়ার এর জন্য পরামর্শ দিয়েছেন।
ছাত্রদের মধ্যে বক্তব্য দেন ফরিদুল আলম। উনি বলেন, “আয়োজকদের এবং স্যারদের এতো সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানুষ সারাজীবন ধরে যে কাজটা করে সেটি হলো স্মৃতি তৈরি করে। তো ইবি ডিপার্টমেন্টে ৪বছর ধরে জমে আছে অনেক স্মৃতি। ধন্যবাদ ডিপার্টমেন্টকে সারাজীবন ধরে মনে রাখার মত স্মৃতি উপহার দেয়ার জন্য।
বিশ্ববিদ্যালয় জীবনে আমরা সবাই একসাথে মিলেমিশে ছিলাম। আর কয়দিন পর সবাই দূরে সরে যাবো ক্রমে সরে সরে৷ মহীনের ঘোড়ার মত শত আলোক বর্ষ দূরে। যেই যাত্রা শুরু হয়েছিলো ৯ আগস্ট ২০১৭ সালে সেই যাত্রা শেষ হতে চলেছে আজকের এই দিনে। সবকিছুর শুরু যেমন আছে এর শেষ ও আছে। নক্ষত্রের ও একদিন পতন ঘটে, বটবৃক্ষেরও একদি নূয়ে পড়তে হয়, And now its time to say good by EB Department.
আমরা সবাই আসলে একটা কঠিন সময়ের দিকে আগাচ্ছি। জীবন অনেক বড়, জীবনের বিশাল অধ্যায়ের আছে এসব প্রতিষ্ঠান, রেজাল্ট, সাফল্য ব্যর্থতা কিছুই না। জীবন অনেক বড় একে বড় করেই দেখতে হবে।”
বিএসডি/এসএ