নিজস্ব প্রতিবেদক,
চলমান বিধিনিষেধ শেষে আগামী ১১ই আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অফিস, আদালত, গণপরিবহনসহ সব ধরনের শিল্প কারখানা চালু করার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এতে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের চলাচলের বিষয়ে আট দফা নির্দেশনা দেওয়া হলেও হোটেল-মোটেল ও পর্যটন কেন্দ্র খোলার বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বিনোদন, পর্যটন কেন্দ্র খোলার অনুমতি দেয়া হয়নি, জনসমাগম করা যাবে না।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বন্ধ করা হয় দেশের পর্যটন কেন্দ্রগুলো। মাঝে কিছু দিন শর্ত সাপেক্ষে পর্যটন কেন্দ্রগুলো খোলা হলেও সংক্রমণ বাড়তে থাকায় আবার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। সবশেষ মধ্য জুলাইয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে কঠোর বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হলেও পর্যটনকেন্দ্র বন্ধ রাখাসহ জনসমাবেশের সামাজিক অনুষ্ঠান পরিহারের নতুন নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনায় বলা হয়, ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করা হলেও এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
বিএসডি/আইপি