ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এদিকে চিত্রনায়ক ইমন ক্যারিয়ারের শুরুতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায়। এরপরে আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মিলেনি। ১৪ বছর পর তাদের আবারও একসঙ্গে দেখা যাবে। তবে কোন সিনেমায় নয়, বহুমাত্রিক ব্যান্ড রয়েল মালাবারের মডেল হিসেবে।
মঙ্গলবার(১ জুন) রাজধানীর উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে ফটোশুট অংশ নেন অপু-ইমন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় অপু-ইমনের সঙ্গে মডেল হয়েছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।
অপু বিশ্বাস বলেন, ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবাসের পোশাক ও জুয়েলারি বেশ ভালো। ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। মানের দিকদিয়েও ভালো যে কারণেই এর ফটোশুট করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে।
ইমন বলেন, অপু বিশ্বাস একজন গুণী অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এরপরে আর সিনেমা করা হয়নি। আজ মালাবারের ফটো শুটে তার সঙ্গে কাজ করেছি। বেশ ভালো লেগেছে। তিনি কাজের ক্ষেত্রে বেশ হেল্পফুল।
রয়েল মালাবারের কর্ণধার মো. আসলাম খান অপু বলেন, ফ্যাশনের বিষয়ে আমার সবসময় আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই ফ্যাশন, জুয়েলারি ও রেস্টুরেন্ট করি। এখানে ডায়মন্ড, স্বর্ণের ডিজাইন দুবাই ও সিঙ্গাপুর থেকে করা হয়। ফ্যাশন মলে স্যালোয়ার-কামিজ থেকে শুরু করে শাড়ি, শার্ট-প্যান্টসহ সব ধরণের ড্রেস পাওয়া যাবে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার ড্রেস এখানে পাওয়া যাবে। মুম্বাই থেকে এগুলোর ডিজাইন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে আমাদের মল পরিচালিত হচ্ছে।
অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামের দুটি সিনেমা