শ্রেয়সী সিকদার, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আগামী ২১/১০/২০২১ তারিখ বৃহস্পতিবার অস্থায়ী টিকা ক্যাম্পের উদ্ভোধন করবেন। উদ্ভোধনী দিনে ১৫০(একশত পঞ্চাশ) জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। পরবর্তীতে সকল শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কোভিড-১৯ টিকার আওতায় আনার জন্য কার্যক্রম চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী সে লক্ষ্যে আগামী ২১/১০/২০২১ ভারিখ বৃহস্পতিবার উল্লোধনী দিনে টিকা গ্রহণে ইচ্ছুক আপনার ইনস্টটিউট /বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী সিনোফার্মের ১ম ভোজ টিকা গ্রহণ করেছেন কিন্তু ২য় ডোজ গ্রহণ করেননি, যে সকল শিক্ষার্থী টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনও টিকা গ্রহণ করেননি এবং যাদের জাতীয় পরিচয় পত্র( 0019) আছে কিন্তু কোভিড-১৯ টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করেনি এমন ০৭(সাত) জন শিক্ষার্থীর তথ্য বিজ্ঞপ্তিতে প্রদত্ত ছক অনুযায়ী প্রদাণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিএসডি/এসএসএ