হাবিপ্রবি প্রতিনিধি
আজ (১১ সেপ্টেম্বর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী । রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । তেভাগা আন্দোলনের জনক ও উত্তরাঞ্চলের কৃষকনেতা হাজী মোহাম্মদ দানেশ এর নামানুসারে এর নামকরণ করা হয়।
১১ সেপ্টেম্বর ১৯৯৯ সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । পরে ৮ জুলাই ২০০১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। অতঃপর ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড: মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে শোভা পাচ্ছে রঙ-বেরঙের আলোকসজ্জা। এতে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশের। বিশেষত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রধান প্রবেশ পথে আলোকসজ্জা সবার নজর কাড়ে।
বর্তমানে ৩২৪ জন শিক্ষকের তত্বাবধানে অধ্যয়নরত আছেন ১১,০০০ জন শিক্ষার্থী।একটি অনুষদ নিয়ে গড়ে উঠা বিশ্ববিদ্যালয়টির বর্তমান অনুষদসংখ্যা ৯ টি।
এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ টি অভিভূক্ত কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৪ টি ও মেয়েদের জন্য ৩ টি হল নিয়ে মোট হল রয়েছে ৭ টি। এ বিশ্ববিদ্যালয় কে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতিমাতার নিজ হাতে গড়া এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে রয়েছে ফোয়ারা ,লিচু বাগান ,বিভিন্ন প্রজাতির গাছ ।
বিএসডি/এমএম