স্টাফ রিপোর্টার
জরুরি গ্যাসের পাইপ লাইন স্থাপনের জন্য গাজীপুরের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজেন্দ্রপুর থেকে শ্রীপুরের তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত ৭ কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এ এলাকার বিভিন্ন অংশে গ্যাসের পাইপ লাইন স্থাপন করার জন্যই সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকায় শুক্রবার সকাল ৯টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে তিতাত গ্যাস কর্তৃপক্ষ। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ কিছুটা কম ছিল।
বিএসডি/এমএম