নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দুবাইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-বাংলাদেশ।
এবার গেলেন সৌম্য
প্রথম ওভারে লিটনের বিদায়ের পর দ্বিতীয় ওভারে আউট সৌম্য সরকার। লিটনের মতো তিনিও ‘প্লেড অন।’ ২ ওভারে ২ উইকেট তুলে নিল অস্ট্রেলিয়া।
ওভারের তৃতীয় বলে জশ হেইজেলউডের লেংথ বলে পুলের মতো খেলে চার পেয়েছিলেন সৌম্য। ওভারের শেষ বলটিও ছিল লেংথ ডেলিভারি। তবে লাইন আঁটসাঁট। জায়গা দেননি বোলার। সৌম্য জায়গায় দাঁড়িয়ে থার্ডম্যানে খেলার চেষ্টা করেন। একটু বাড়তি লাফানো বল ব্যাটে লেগে ছোবল দেয় স্টাম্পে।
৮ ব ৫ করে আউট সৌম্য। বাংলাদেশ ২ ওভারে ২ উইকেটে ৬।
উইকেটে নাঈমের সঙ্গী মুশফিকুর রহিম।
গোল্ডেন ডাক লিটন
খেলা শুরুর হওয়ার পরপরই বাংলাদেশের ভোগান্তিও শুরু। প্রথম ওভারেই হারাতে হলো উইকেট। নিজের খেলা প্রথম বলেই আউট লিটন কুমার দাস।
মিচেল স্টার্ক একদম প্রথম বল থেকেই খুঁজে পান ছন্দ। ম্যাচের প্রথম বলটি খেলেন মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় বলে তিনি কোনোরকমে বল ঠেকিয়ে সিঙ্গেল নেন। পরের বলেই উইকেট। ফুল লেংথ বলে স্রেফ জায়গায় দাঁড়িয়ে ব্যাট দিয়ে থামানোর চেষ্টা করেন লিটন। ব্যাটের কানায় লেগে বল আসে স্টাম্পে। আত্মবিশ্বাসের তলানিতে থাকা এক ব্যাটসম্যানের শট।
বাংলাদেশের রান ১ উইকেটে ১।
এক পরিবর্তন অস্ট্রেলিয়ারও
আগের ম্যাচে মিচেল মার্শকে বাইরে রাখায় তুমুল সমালোচনার শিকার হয়েছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে আবার তার একাদশে ফিরিয়েছে মার্শকে। বাদ পড়তে হয়েছে স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারকে।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।
একাদশে মুস্তাফিজ
বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ হারিয়েছেন জায়গা। তার বদলে ফেরানো হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।
অনুশীলনে চোট পাওয়া নুরুল হাসান সোহান নেই এই ম্যাচেও। জায়গা ধরে রেখেছেন শামীম হোসেন।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
টস জয় অস্ট্রেলিয়ার
মুদ্রা নিক্ষেপে ভাগ্যকে পাশে পেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নুমিতভাবেই তিনি বেছে নিলেন বোলিং। উইকেট তার কাছে বেশ ব্যাটিং সহায়ক বলেই মনে হচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর চাওয়া, ভালো স্কোর গড়া। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারা নিয়ে আক্ষেপ করে তিনি বললেন, শেষটা ভালো করতে চান।
ব্যাটিং সহায়ক উইকেট
বুধবার নিউ জিল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচ যে উইকেটে হয়েছে, সেখানেই হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। কিউইদের ১৭২ রান তাড়ায় স্কটিশরা করেছিল ১৫৬। ম্যাচের পর স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার বলেছিলেন, এই বিশ্বকাপে তার খেলা সেরা ব্যাটিং উইকেট সেটি।
এই ম্যাচের পিচ রিপোর্টে ধারাভাষ্যকার মাইক আথারটন বললেন, এ দিনও উইকেট দারুণ ব্যাটিং সহায়ক। বল ব্যাটে আসবে, শট খেলা যাবে ভালোভাবে। আরেক ধারাভাষ্যকার ডেল স্টেইনের মতে, শুরুতে পেসারদের জন্যও সহায়তা কিছুটা থাকবে। তবে মূলত, ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলবে উইকেট।
বিএসডি / আইকে