নিজস্ব প্রতিবেদক:
খোলা বাজারে পেঁয়াজ, ভোজ্যতেলসহ নানা খাদ্যদ্রব্যের দামের ঊর্ধ্বগতি বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবিতে প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকা এবং ১০০ টাকায় সয়াবিন তেল মিলবে।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজের চট্টগ্রাম বন্দরে এসেছে। সোমবার থেকে ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে। গাড়ি প্রতি ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হবে। তবে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ বাড়ানো হবে।
বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের দাম কয়েকগুণ বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে টিসিবিতে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টিসিবি বর্তমানে প্রতিকেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করছে । এ ক্ষেত্রে প্রতি ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, মসুর ডাল ও তেল এবং চার কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন।
বিএসডি / আইকে