সংস্কৃতির সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো লোক সংস্কৃতি, যার অন্যতম আঙ্গিক পুতুলনাট্য। সেই ভাবনা থেকে ১২ দিনব্যাপী ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব’-এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’-এই প্রতিপাদ্য নিয়ে উৎসবটি শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির গণসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
একাডেমি মনে করে, লোক শিক্ষার অন্যতম বাহন পুতুলনাট্য; যুগে যুগে যা তার উপস্থাপনা ও প্রয়োগ শৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করে মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে বাংলাদেশের সকল শ্রেণি, সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ৩০টি পুতুলনাট্য দলের পরিবেশনায় দেশের ১২০টি স্থানে এই উৎসবের আয়োজন করছে এবার।
উৎসবের সূচিঃ
বিএসডি/এমএম