রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের (আইজিএ) বেশ কয়েকটি এলাকা পানিতে প্লাবিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের বিভিন্ন অংশে পানি জমেছে। বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ইন্ডিগো, স্পাইস জেট তাদের যাত্রীদের ফ্লাইটের সবশেষ অবস্থা জেনে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে।
‘হঠাৎ ভারী বর্ষণে’ বিমানবন্দরে এ অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এক টুইটে কর্তৃপক্ষ বলেছে, সমস্যার সমাধান করা হয়েছে। আমাদের কর্মীরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এদিকে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকায় শনিবার (১১ সেপ্টেম্বর) অন্তত পাঁচটি ফ্লাইট আশপাশের শহরে ডাইভার্ট করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে চারটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগো এয়ারের নির্ধারিত তিনটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবারের মতো শনিবারও দিল্লি এবং আশপাশের এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর আগে ১৯৭৫ সালে দিল্লিতে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তবে মৌসুমি বায়ুর প্রভাব শেষ না হওয়ায় এ বছর বৃষ্টিপাত এক হাজার ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমে দিল্লির গড় বৃষ্টিপাত ৬৪৮.৯ মিলিমিটার।