নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পাঁচ ঘণ্টার ব্যবধানে একই মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন।
তিনি জানান, এরই মধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পথচারীকে চাপা দেওয়া হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।
এই কর্মকর্তা আরও বলেন, দুটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। একজনের মৃত্যুর নিশ্চিত তথ্য পাওয়া গেছে। অন্যজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত নই।
তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন, গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত পুষ্প রাণী তপাদার নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানা থেকে পুলিশ এসেছে। তারা আমার সামনেই রয়েছে।
জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় পথচারী শ্রবন প্রতিবন্ধী পুষ্প রানী তপাদার (৭৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। পুষ্প রাণী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের মৃত অনুকুল তপাদারের স্ত্রী।
ওদিকে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার কটকস্থল গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় হাসিনা বেগম (৬০) নামে এক পথচারী বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাসটি আটক করে।
বিএসডি/এসএ