আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় আফগান বাহিনীর হামলায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানের ৫৭২ যোদ্ধার প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন বাহিনীর আরও তিন শতাধিক সদস্য। এমনটিই দাবি করছে দেশটির সরকার।
রবিবার (৮ আগস্ট) টুইটারে দেওয়া বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় কান্দাহার, লাঘমান, নানগরহরসহ মোট ১৮টি প্রদেশে আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেসের অভিযানে ৫৭২ তালিবান বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ৩০৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
এদিন সরকারি বাহিনী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা ১৪টি বোমাও উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে।
যদিও বিবৃতিটি প্রকাশের কিছু সময় পর কয়েক দফায় ৩৩, ৪৫, ৭ ও ১৪ তালিবান বিদ্রোহী নিহতের খবর জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ দিকে গেল শনিবার দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে তালিবান বিদ্রোহীদের উদ্দেশ্যে চালানো বিমান হামলায় দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
বিশ্লেষকদের মতে, প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালিবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
সশস্ত্র সংগঠন তালিবান নেতারা বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণও নিয়েছে। এমনকি হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে রেখেছে।
উল্লেখ্য, তালিবান এবং সরকারি বাহিনী মধ্যকার সংঘর্ষে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতি দেখা দিয়েছে। মার্কিন ও ন্যাটোর সেনাবাহিনী প্রত্যাহারের শেষ দিকে চলে আসায় তালিবান যোদ্ধারা বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে। এবার মূলত তাদের প্রতিরোধে লড়াই করে যাচ্ছে আফগান বাহিনী।
বিএসডি/এমএম