নরসিংদী প্রতিনিধি:
আল্লাহর ঘর মসজিদ নির্মান কাজের ৪ টন রড সংগ্রহ করতে সাড়ে ২২ কিলোমিটার আড়িয়াল খাঁ ও মেঘনা নদী বিরতিহীন সাঁতার কেটে রেকর্ড গড়া ৬৫ বছরের কৃষক শহীদুল্লাহ্ শহীদ মিয়া।
গতকাল রবিবার আমেরিকান প্রবাসী ও উপজেলার আমিরগঞ্জ বড়বাড়ি গ্রামের ফেরদৌস আলম ভূইয়া বাদল ফেসবুকে সাতার দেখে মসজিদের নির্মান কাজের জন্য নগদ দশ হাজার পাচশত টাকা পাঠিয়েছেন। এছাড়াও ডেইলি স্টার পত্রিকার সাবেক উপসম্পাদক সুমন সালাহউদ্দিন সহ কয়েকজন মিলে মসজিদের রড ক্রয়ের জন্য নগদ টাকা তুলে দিয়েছেন।
জানাগেছে, শনিবার ২৪ সেপ্টেম্বর সকাল নয়টায় রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ নদীর ঘাট হইতে আড়িয়াল খা ও মেঘনা নদী পাড়ি দিয়ে স্রোতের বিপরিতে নরসিংদী সদর নাগরিয়াকান্দী শেখ হাসিনা সেতু পর্যন্ত সাড়ে ২২ কি.মি নৌপথ অতিক্রম করেছেন।
এসময় হাসনাবাদবাজার,ডৌকারচর,আমীরগঞ্জ, করিমগঞ্জ নয়াহাটি,বদরপুর,নলবাটা ও বাদূয়ারচর গ্রামের নদীর দু পাড়ে শত শত নারী পুরুষ উতসক জনতা সাঁতারু শহীদুল্লাহকে এক নজর দেখতে ভিড় করেন।
জানা গেছে তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়িবালূয়াকান্দি গ্রামের হাজী দানেছ আলীর ছেলে। বাড়ির পাশে নিজের দান করা জমিতে হাজীবাড়ী জামে মসজিদের পাকা নির্মান কাজ চলছে। ৪ টন রড ও টাকার অভাবে কাজ বন্ধ থাকায় তিনি একক সাঁতার প্রতিযোগিতা করেছেন।
সকাল ৮.৫৫ মিনিটে সাঁতার শুরু করে বেলা ২.৩০ মিনিটে নাগরিয়াকান্দী শেখ হাশিনা সেতু ঘাটে উপস্থিত হলে শতশত মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় নদীর ঘাট উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম শরীফ মিয়া, এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এম আর মামুন, হাসনাবাদ হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দূল্লাহ আল মামুন, মানিক মিয়া,আল আমিন, আমির হোসেন, তাজুল ইসলাম ও রবিন গাজী প্রমূখ।
তিনি ৫ ঘন্টা ২০ মিনিটে সাড়ে ২২ কি.মি সাতার কেটে বৃদ্ধ বয়সে তাক লাগিয়ে দিয়েছেন।
শহীদুল্লাহ বলেন, আমি মসজিদ নির্মানের জন্য সকলের সহযোগিতা কামনা করি।
মানিক মিয়া বলেন,শহীদুল্লাহ চাচা নিজে মসজিদের জায়গা দিয়েছেন এখন মসজিদ নির্মান করতে অর্থ অভাবে সাতার দিয়েছে। তিনি পুরস্কার পেলে মসজিদের ৪ টন রড কিনবেন।
উল্লেখ্য , ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তিনি ১৫ কি.মি অতিক্রম করে প্রথম রেকর্ড অর্জন করেন।
বিএসডি/এফএ