ক্রীড়া ডেস্ক,
‘৭ নম্বর’ জার্সিটা ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরেই মানায়। সিআরসেভেন, নিজের জার্সি নম্বরকে বানিয়েছেন বৈশ্বিক ব্র্যান্ড। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ায় শঙ্কা জেগেছিল প্রিয় নম্বরটি গায়ে জড়াতে পারবেন তো পর্তুগিজ সুপারস্টার? সব শঙ্কা মিটেছে ম্যানইউ’র ঘোষণায়।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রোনালদোকে ৭ নম্বর জার্সি দেয়ার কথা জানিয়েছে রেড ডেভিলরা।
রোনালদো ম্যানইউতে যোগ দেয়ার আগে ৭ নম্বর জার্সি পড়তেন কাভানি। তবে রোনালদোকে ৭ নম্বর জার্সি হস্তান্তর উরুগুইয়ান ফরোয়ার্ডের ইচ্ছার উপর নির্ভর করছিল না। ইংলিশ প্রিমিয়ার লীগের নিয়ম অনুসারেই দেখা দিয়েছিল জটিলতা। ইপিএলের নিয়মানুসারে গোটা মৌসুম ৭ নম্বর জার্সি পড়ে খেলতে হতো কাভানিকে। অন্যথায় ছাড়তে হতো দল। তবে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষের বিশেষ ছাড়ে ৭ নম্বর জার্সি পাওয়ার সুযোগ ছিল রোনালদোর।
সেই সুযোগটিই কাজে লাগিয়েছে ম্যানইউ।
আর কাভানি ২১ নম্বর জার্সি গায়ে খেলবেন। জাতীয় দলেও এই নম্বরটি পড়ে খেলেন তিনি। ড্যানিয়েল জেমস লিডস ইউনাইটেডে যোগ দেয়ার পর ২১ নম্বর জার্সিটি ফাঁকা ছিল।
প্রিয় নম্বর পেয়ে কাভানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না, ৭ নম্বর জার্সি আবার গায়ে জড়ানো সম্ভব হবে কি না! তোমার এই অবিশ^াস্য উপহারের জন্য অনেক ধন্যবাদ এডি (এডিনসন কাভানি)।
ইউনাইটেডের সাত নম্বর জার্সি বরারবরই বিশেষ গুরুত্ব বহন করে। এই নম্বরটি গায়ে জড়িয়ে ওল্ড ট্রাফোর্ড মাতিয়েছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহ্যামদের মতো কিংবদন্তি খেলোয়াড়।
২০২০ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ম্যানইউতে যোগ দেন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকারকে দেয়া হয় ক্লাবটির সাত নম্বর জার্সি। গুঞ্জন ওঠেছিল মৌসুমের শুরুতে যোগ দেয়া জ্যাডন সানচোর কাছে জার্সি নম্বর হারাতে পারেন কাভানি। তবে বাস্তবে সেটি হয়নি। সানচোকে দেয়া হয় ২৫ নম্বর।
ম্যানচেস্টার ইউনাইটেডের ৯ম খেলোয়াড় হিসেবে ৭ নম্বর জার্সিটি গায়ে জড়ান কাভানি। আর এরপরই গড়েন দারুণ কীর্তি। রোনালদো ম্যানইউ ছেড়ে রিয়ালে যাওয়ার পর অভিষেক মৌসুমে ৭ নম্বর জার্সি গায়ে ১০ গোল করতে পারেনি কোনো খেলোয়াড়। সেই আক্ষেপের সমাপ্তি টানেন কাভানি।
বিএসডি/এএ