নিজস্ব প্রতিনিধি
৯২ দিন পর আজ ৪ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার আবারও সিঙ্গেল ডিজিটে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৯.৮২ শতাংশ। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬১ জন। এ পর্যন্ত সারা দেশে করোনায় প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৪৯৩ জনের।
এর আগে চলতি বছরের ৩ জুন করোনা শনাক্তের হার সিঙ্গেল ডিজিটে ছিল—৯.৯৪ শতাংশ এবং করোনায় মারা গেছেন ৩০ জন। সেদিন সারা দেশে নমুনা পরীক্ষা করেছিলেন ১৬ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ১ হাজার ৬৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে দেশে করোনার সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। কমছে মৃত্যুও। সর্বশেষ গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ১০৪ জন। এর ৬০ দিন পরে ২৮ আগস্ট করোনায় মৃত্যু একশ’ জনের নিচে নেমে আসে। সেদিন মৃত্যু হয় ৮০ জনের। ২৮ আগস্ট থেকে পর পর ৮ দিন মৃত্যুর পরিমাণ একশ’র নিচেই আছে। ২৯ আগস্ট মারা গেছেন ৮৯ জন, ৩০ আগস্ট ৯৪ জন, ৩১ আগস্ট ৮৬ জন, ১ সেপ্টেম্বর ৭৯ জন, ২ সেপ্টেম্বর ৮৮ জন, ৩ সেপ্টেম্বর ৭০ জন এবং ৪ সেপ্টেম্বর ৬১ জন।
বিএসডি/এমএম