ময়মনসিংহে তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে এক তরুণীকে (১৬) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. আবুল বাশারসহ (২৩) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ধারা বাজার এলাকা থেকে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে মামলার মো. মিলন মিয়া (২১) নামে এক সহযোগীকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা লিখা চাম্বু গং বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এতে আবুশ বাশার ও মো. মিলন মিয়াকে আসামি করা হয়।
এর আগে, সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের অজ্ঞাত স্থানে জোরপূর্বক এই ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন সকালে পূজা দেখার কথা বলে ভুক্তভোগীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে আনেন আসামি মিলন। তিনি নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। কিন্তু মিলন ওই মেয়েকে নিয়ে সারাদিন স্থানীয় সালমা পার্কে ঘোরাঘুরির পর রাতে আসামি মিলন ভুক্তভোগীকে একই এলাকার আবুল বাশারের অটোরিকশায় তুলে দেয়। এরপর অটোচালক আবুল বাশার তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে রাত ১১টার দিকে ভুক্তভোগীকে স্থানীয় গামারিতলা মোড়ে ফেলে চলে যান।
মামলার বাদী আরও বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে অটোরিকশায় জোর করে তুলে দিলে এ ঘটনা ঘটে। আমি এ ঘটনার বিচার চাই।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের আদালতে পাঠানো হবে।
এনআই













