মাস্ক পরা ৩ যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. জুলহাস মিয়া আগুনে দগ্ধ হয়ে পুড়ে আঙ্গার হয়ে যান।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এসব তথ্য জানান।
এসপি জানান, ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এ বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা শারমিন সুলতানা রুমকি (৪৫) অবস্থান করছিলেন। তারা রাত বেশি হয়ে যাওয়ার কারণে ভোরে বাড়ি ফেরার আশায় বাসে অবস্থান করছিলেন। এ সময় বাসটি হঠাৎ আগুন ধরে গেলে বাসের গ্লাস ভেঙে তারা নিচে নেমে আসে। নামতে গিয়ে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত শারমিন সুলতানা রুমকিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় বাসচালক জুলহাস মিয়া ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে। তিনি স্থানীয় কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নাশকতাকারিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
স্থানীয়রা আরও জানায়, হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকার বিষয়টি টের পেয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় বাসে তল্লাশি চালিয়ে সিটে পড়ে থাকা অগ্নিদগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে একাধিকবার যোগাযোগ করেও বাসটির যাত্রী শাহিদ ইসলাম বাদশার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে তাদের বাড়ি উপজেলার চকরাধাকানাই গ্রামে। তবে সঠিক পরিচয় এখনও জানা যায়নি।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলমান আছে।












